বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১৯ আগস্ট ২০২৫

জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউজে ট্রাম্পের বৈঠক

জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউজে ট্রাম্পের বৈঠক
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি এখনই অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (স্থানীয় সময়) হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি সহিংসতা কমাতে সাহায্য করতে পারে, তবে স্থায়ী শান্তিচুক্তি ছাড়া যুদ্ধ বন্ধ হবে না। আমি যুদ্ধবিরতি চাই, কারণ এতে হত্যাযজ্ঞ থামে; কিন্তু মূলত আমাদের প্রয়োজন টেকসই একটি শান্তিচুক্তি।”

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিন পরই জেলেনস্কির সঙ্গে বসেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি।

হোয়াইট হাউজের বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও উপস্থিত ছিলেন।

আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। এ বিষয়ে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি হচ্ছে, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনে দেশটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়ন করবে।

জেলেনস্কি বলেন, “পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমরা প্রস্তুত। নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য যুদ্ধ বন্ধের সূচনা বিন্দু হবে। আশা করছি, ১০ দিনের মধ্যেই এই কাঠামো তৈরি হবে।”

সর্বশেষ

জনপ্রিয়