ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষ, যে সিদ্ধান্ত এলো

বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ট্রাম্প-পুতিন বৈঠক শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন এক নতুন অধ্যায়ের সূচনা। যদিও বৈঠক শেষে কোনো বড় চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। কয়েক ঘণ্টা ধরে চলা এ আলোচনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন "ইতিবাচক", আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভাস দিয়েছেন সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনার।
সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রথমেই পুতিনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। পুতিন জানান, তারা নানা বিষয়ে একমত হলেও তা প্রকাশ করেননি বিস্তারিতভাবে। তবে ইঙ্গিত দিয়েছেন—দীর্ঘস্থায়ী কোনো সমাধান চাইলে ইউক্রেনে হামলার মূল কারণ মেটাতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তার দাবি, ট্রাম্প যদি ক্ষমতায় থাকতেন, ইউক্রেনে যুদ্ধ হয়তো শুরু-ই হতো না।
ট্রাম্প বলেন, “অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু বড় বিষয়ে পারিনি। তাই কোনো চুক্তি হয়নি।” তিনি আরও জানান, ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বৈঠকের বিস্তারিত জানাবেন।
যদিও চুক্তি হয়নি, দুই নেতার বক্তব্যে সহযোগিতা ও ভবিষ্যতে নতুন আলাপের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। সংবাদ সম্মেলনের একপর্যায়ে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান এবং ট্রাম্পও ইতিবাচক সাড়া দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বা পুতিনের কেউ সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেননি। সাংবাদিকরা চিৎকার অনেক প্রশ্ন করলেও সেগুলোর জবাব দেননি দুজন।