বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 10 September 2025
১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি আলোচনার জন্য অবস্থান করা হামাস প্রতিনিধিদলকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলা হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ফিলিস্তিনি আন্দোলনের আলোচক প্রতিনিধিদলকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়