বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১৪, ৫ আগস্ট ২০২৫

এক বছরের অন্তর্বর্তীকাল শেষে গণতন্ত্রের নতুন দিগন্তে পা দেবে বাংলাদেশ?

এক বছরের অন্তর্বর্তীকাল শেষে গণতন্ত্রের নতুন দিগন্তে পা দেবে বাংলাদেশ?

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ, মঙ্গলবার (৫ আগস্ট)। এ দিনটিতে বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং রাতেই জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করতে পারেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জাতির উদ্দেশে ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস। একই রাতে তিনি ভাষণ দেবেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, ‘জুলাই গণহত্যা’র বিচারের অগ্রগতি, এবং জাতীয় নির্বাচনের রূপরেখা তুলে ধরা হবে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ থেকে অর্জিত ঐকমত্যের বাস্তবায়নের দিকনির্দেশনাও থাকবে।

প্রসঙ্গত, গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের এক বৈঠকে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের যৌথ বিবৃতিতে রমজান শুরুর আগেই ভোট আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়।

সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছে। প্রায় ৬০ হাজার সেনাসদস্য নির্বাচনের সময় মোতায়েন থাকবে এবং তাদের বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সব প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী।

গত ২৬ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেছিলেন ড. ইউনূস। সেখানে তিনি বলেন, চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন। এরপর ২৮ জুলাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচনী প্রস্তুতি নিশ্চিত করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের ভাষণ শুধু একটি সময়সূচি নয়, বরং দেশের রাজনৈতিক পথচলার নতুন মোড় নির্দেশ করতে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়