জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ইমিগ্রেশন চালু

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বন্ধ রয়েছে সকল প্রকার আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম, চলমান রয়েছে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম আজ বন্ধ থাকবে। আগামীকাল বুধবার সকাল থেকে আবার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর যেকোনো দিবস বা ঈদের দিনে বন্ধ থাকে, কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এসবের বাইরে। সরকারি ছুটিতেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও রয়েছে।
৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিন হিসেবে ‘জুলাই আন্দোলন’ স্মরণে এই দিনটি বিভিন্নভাবে পালিত হচ্ছে। সেই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি কার্যক্রমে আংশিক প্রভাব পড়েছে।