সি পার্লে পিটার হাস, এনসিপি নেতারা বলছেন ‘ঘুরতে এসেছি!’

কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের একটি গোপন বৈঠকের গুঞ্জন উঠেছে। যদিও এনসিপি নেতারা বিষয়টিকে ‘গুজব’ বলে প্রত্যাখ্যান করেছেন।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারে বিমানযোগে আসেন এনসিপির চার শীর্ষ নেতা- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা।
তারা সকলে কক্সবাজারের সি পার্ল হোটেলে অবস্থান করেন। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে সেখানে অবস্থানরত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক হয়, এমনটাই দাবি একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থার।
বিকাল ৩টার দিকে তাদের আবার ঢাকায় ফিরে যাওয়ার কথাও জানা গেছে।
তবে গোয়েন্দা তথ্যে প্রকাশিত বৈঠকের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।
যদিও এনসিপি নেতারা বৈঠক অস্বীকার করেছেন, তবে এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ, পিটার হাস বাংলাদেশে দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে তার অবস্থান ছিল স্পষ্ট।
এ বিষয়ে পিটার হাস বা যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।