বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২৩, ৫ আগস্ট ২০২৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো গৃহবন্দি, সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান ট্রাম্প প্রশাসন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো গৃহবন্দি, সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত কট্টরপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস এক রায়ে এ নির্দেশ দেন।

রায়ে বলা হয়, জামিনে মুক্ত বলসোনেরো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে আদালতের শর্ত ভেঙেছেন। এর প্রেক্ষিতেই তার জামিন বাতিল করা হয় এবং গৃহবন্দি থাকার নির্দেশ জারি করা হয়।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। এরপর থেকেই তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্র এবং লুলাকে গুপ্তহত্যার পরিকল্পনা করার অভিযোগ ওঠে। এসব অভিযোগ সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এর আগেও আদালত বলসোনেরোর পাসপোর্ট জব্দ করে এবং সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা দেয়। কিন্তু বলসোনেরো আদালতের নিষেধ অমান্য করে একটি ভিডিও পোস্ট করেন, যা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।

বলসোনেরোর গৃহবন্দি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

এছাড়া ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

জাইর বলসোনেরো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। একই সময়ে ট্রাম্প ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক মতাদর্শ, কৌশল ও নেতৃত্বের স্টাইলের কারণে বলসোনেরোকে আন্তর্জাতিক অঙ্গনে ‘ব্রাজিলের ট্রাম্প’ বলা হয়।

সূত্র: CNN, রয়টার্স

সর্বশেষ

জনপ্রিয়