এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড ঘোষণা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিফাত রশিদ বলেন, "গোপালগঞ্জে গণতান্ত্রিক অধিকার চর্চায় হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবরোধ কর্মসূচি পালন করবো।"
এদিকে, দুপুর থেকে শুরু হওয়া উত্তেজনা এখনও চলমান। গোপালগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও সাংবাদিকরাও।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এনসিপির গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ, সেনাবাহিনী ও ৪ প্লাটুন বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে।
হামলার মুখে এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “গোপালগঞ্জের হামলার জবাব আন্দোলনের মাধ্যমে দেওয়া হবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ ও এর আশেপাশের এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছেই। পুরো শহরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।