মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৫, ২৪ জুলাই ২০২৫

সুন্দরবনের বাঘ টিকিয়ে রাখতে টাইগার রানের ডাক

সুন্দরবনের বাঘ টিকিয়ে রাখতে টাইগার রানের ডাক

সুন্দরবন আছে যতোদিন, বাঘ থাকবে ততোদিন -এই বার্তা সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৫। আগামী ২৬ জুলাই শুক্রবার সকালে শুরু হবে এই ব্যতিক্রমধর্মী মিনি ম্যারাথন, যার মূল লক্ষ্যই হচ্ছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সামাজিক সচেতনতা তৈরি।

বুধবার (২৪ জুলাই) চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, সেফের প্রধান নির্বাহী মশিউর খন্দকার, এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাঘ রক্ষায় নির্মিত ডকুমেন্টারি ও একটি থিম সং দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মুকিত মজুমদার বাবু বলেন, বাংলাদেশে এখন মাত্র ১১৮টি বাঘ আছে, যারা শুধু সুন্দরবনে টিকে আছে। আমরা যদি এখনই উদ্যোগ না নেই, ভবিষ্যতে হয়তো সুন্দরবন থাকবে, বাঘ থাকবে না।

এ বছর আন্তর্জাতিক বাঘ দিবস (২৯ জুলাই) এর আগেই ২৬ জুলাই আয়োজন করা হচ্ছে এই ইভেন্ট। অংশগ্রহণকারীরা দৌড়াবেন ৭ দশমিক ৫ কিলোমিটার পথ, ভাগ হবে নারী-পুরুষ ও শিশুদের ক্যাটাগরিতে। ছোটদের জন্য দুটি ক্যাটাগরি ৬ থেকে ১০ ও ১১ থেকে ১৪ বছর।

পুরুষ ও মহিলা বিভাগে বিজয়ীদের জন্য রয়েছে যথাক্রমে ২৫,০০০, ১৫,০০০ ও ১০,০০০ টাকার প্রাইজমানি। শিশুদের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ১০,০০০, ৭,০০০ ও ৫,০০০ টাকা।

অংশগ্রহণকারী প্রত্যেকেই পাবেন আন্তর্জাতিক মানের মেডেল, টিশার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক ও সার্টিফিকেট।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইভেন্টটির টাইটেল স্পন্সর। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এহসান আজিজ বলেন, বন বাঁচাতে হলে বাঘ বাঁচাতে হবে-এই উপলব্ধি সমাজে ছড়িয়ে দিতেই আমরা সম্পৃক্ত হয়েছি।

অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, এমন আয়োজন তরুণদের দারুণভাবে উদ্বুদ্ধ করছে। সাভারেও একসময় বাঘ ছিল, এখন নেই। এখন যে কয়েকটা সুন্দরবনে আছে, তারাও বিপন্ন।

টাইগার রানটি শুধু ঢাকা বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না-বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকেও ভার্চুয়ালি অংশ নেওয়া যাবে বলে জানান আয়োজকরা।

ম্যারাথন শেষে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র। অংশগ্রহণ করবেন প্রায় ১ হাজার প্রতিযোগী।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও রেডিও ভূমি। সহযোগিতায় রয়েছে সেফ, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব, পোলার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আকিজ মোটরস, ইমপ্রেস ওয়্যার, ইউনিভার্সাল মেডিকেল কলেজসহ একাধিক প্রতিষ্ঠান।

সর্বশেষ

জনপ্রিয়