মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

প্রকাশিত: ২০:১৫, ২৪ জুলাই ২০২৫

প্রাক্তনকে নিয়ে দেবের প্রশংসা, শুভশ্রীর কাঁটাছেঁড়া জবাব!

প্রাক্তনকে নিয়ে দেবের প্রশংসা, শুভশ্রীর কাঁটাছেঁড়া জবাব!

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এক সময় পর্দায় যেমন chemistry, তেমনি বাস্তবেও ছিল প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের ইতি ঘটে অনেক আগেই। দুজনেই এখন আলাদা পথে হেঁটেছেন-ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার দুটোতেই।

তবে দীর্ঘ বিরতির পর গত বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায় দেব ও শুভশ্রীকে। সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় দেব শুভশ্রীকে পুরস্কার তুলে দিলেও, শুভশ্রী চোখ তুলে তার দিকে তাকাননি।

সম্পর্কে ফাটল ধরার পরও একসঙ্গে তারা অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায়। ২০১৫ সালে শুটিং শেষ হলেও সিনেমাটি নানা জটিলতায় আটকে ছিল এক দশক। অবশেষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিনেমা। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে-সেই পুরনো প্রেমিক-প্রেমিকা কি এবার একসঙ্গে প্রচারে দেখা দেবেন?

এ নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রেমিকা শুভশ্রী প্রসঙ্গে মন্তব্য করেন দেব। বলেন, আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে? পাশপাশি দাঁড়ালে কী বলব জানি না। আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার-সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে, তা তো প্রশংসনীয়। এটা খুব সহজ কাজ নয়।

দেবের এই মন্তব্যে অনেকেই ভেবেছিলেন শুভশ্রী পাল্টা কিছু বলবেন না। তবে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর সিনেমাটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।

দেব এখন রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। এই দম্পতির দুই সন্তান-এক ছেলে, এক মেয়ে।

দর্শকের কৌতূহল এখন একটি বিষয়েই ধূমকেতু সিনেমার প্রচারে কি আবার একসঙ্গে হাজির হবেন প্রাক্তন এই তারকা জুটি?

সর্বশেষ

জনপ্রিয়