বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৩৩, ১৬ জুলাই ২০২৫

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি, নইলে কঠোর কর্মসূচি: রিফাত রশিদ

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি, নইলে কঠোর কর্মসূচি: রিফাত রশিদ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।

গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের ওপর হামলা, আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্রের দাবিতে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন এই হুঁশিয়ারি দেন তিনি।

 

রিফাত রশিদ বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঠিকানা বাংলাদেশে হবে না। নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকতে পারবে না।’

 

অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, ‘পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’

 

 

 

তিনি বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন তার কাছেই ছেড়ে দেয়া হলো।’

 

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় বিকেলে সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও সেই কর্মসূচি উঠিয়ে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভের অনুরোধ জানিয়েছেন এনসিপর নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়