মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২১ জুলাই ২০২৫

আজ ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

আজ ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমান গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে গড়াবে ম্যাচটি। 

এই ম্যাচই নির্ধারণ করবে এবারের চ্যাম্পিয়ন কে হবে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ড্র করলেই ট্রফি ধরে রাখবে। অন্যদিকে, নেপালের সামনে কোনো বিকল্প নেই—শিরোপা জিততে হলে আজ জিততেই হবে।

চার দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলছে দুটি করে ম্যাচ। প্রথম লেগে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৩-২ গোলে, শেষ মুহূর্তে পাওয়া এক নাটকীয় গোলে।

বাংলাদেশ এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে একটি হারসহ ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। গোল পার্থক্যে নেপালই এগিয়ে—বাংলাদেশের +২০ এর বিপরীতে নেপালের +২৬। তাই পয়েন্টে সমতা হলে গোল পার্থক্যের ব্যবধানে শিরোপা যাবে নেপালের ঝুলিতে।

আফঈদা খন্দকারদের দল টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও একমাত্র চ্যালেঞ্জ এসেছে নেপালের বিপক্ষেই। অন্যদিকে, হিমালয়কন্যারা ভুটান ও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শক্তি জানান দিয়েছে।

বাংলাদেশের জন্য আজ বড় চ্যালেঞ্জ হতে পারেন নেপালের পূর্ণিমা রাই ও মিনা দেউবা। এরই মধ্যে দুই হ্যাটট্রিকসহ পূর্ণিমা করেছেন ১০ গোল, যা তাকে রেখেছে গোলদাতার তালিকার শীর্ষে।

সব মিলিয়ে, আজকের ম্যাচটি শুধুই পয়েন্টের লড়াই নয়—এটি মর্যাদার, প্রতিশ্রুতির ও শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। নেপালকে রুখে দিতে পারলে স্বাগতিক দর্শকদের সামনে আরেকটি শিরোপা উৎসব করতে পারবে বাংলাদেশ।
 

সর্বশেষ

জনপ্রিয়