মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৮, ২২ জুলাই ২০২৫

টাকার অঙ্ক অনেক বেশি, ইউনাইটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভিলা।

টাকার অঙ্ক অনেক বেশি, ইউনাইটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভিলা।

আর্জেন্টিনার দুইবারের বর্ষসেরা এই গোলরক্ষকের জন্য ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভিলা। এমিলিয়ানো মার্টিনেজকে পেতে তার বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনায় নামার কথা শোনা যাচ্ছিল।  এবার বলা হচ্ছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি তাকে ধারে (লোন) দলে নেওয়ার প্রস্তাব করেছে। তাদের বেঁধে দেওয়া অর্থের অঙ্কটা আরও বড়!

এক বছর আগে মার্টিনেজের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত লম্বা সময়ের জন্য চুক্তি করেছিল অ্যাস্টন ভিলা। ফলে এই মুহূর্তে তাকে সাময়িক সময়ের জন্য তাকে ভিন্ন ক্লাবে পাঠানো ভিলার পক্ষে লাভজনক হবে না। এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড আবার বেলজিয়ান গোলরক্ষক সেনে ল্যামেন্সের ওপরও নজর রেখেছে মার্টিনেজের পাশাপাশি। রয়েল অ্যান্টওয়ার্পে খেলা ২৩ বছর বয়সী এই গোলরক্ষকের দামটাও তুলনামূলক আলবিসেলেস্তে তারকার চেয়ে কম–ই হবে। এ ছাড়া দলে থাকা ব্যাক-আপ গোলরক্ষক আলতাই বায়িন্দিরের ওপরও সন্তুষ্ট নয় ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিলার ৩২ বছর বয়সী তারকা গোলরক্ষকের জন্য এই সপ্তাহে আলোচনা শুরু করে ইউনাইটেড। তবে তাদের লোন চুক্তির প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে উনাই এমেরির ক্লাব। এদিকে, নিজেদের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার ইনজুরি সমস্যা তো আগে থেকেই ছিল। এবার তিনি প্রিমিয়ার লিগের প্রথম দিকের ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। ফলে নিশ্চিতভাবে এখনই রুবেন অ্যামোরিমের ক্লাবে মানসম্পন্ন গোলরক্ষক প্রয়োজন।

ডেইলি মেইলের তথ্যমতে ভিলা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য আর্থিক অঙ্কটা ৫৪ মিলিয়ন ডলারের মতো ধরে রেখেছে। যা সম্ভবত রেড ডেভিলদের পরিকল্পিত অর্থের সীমার বাইরে। আর বিষয়টিই সাম্প্রতিক সময়ে ইউনাইটেড সংশ্লিষ্টদের আলোচনার বিষয়। এ ছাড়া ক্যামেরুনিয়ান গোলরক্ষক ওনানাকে যে প্রত্যাশা থেকে ইতালিয়ান লিগ থেকে আনা হয়েছে তাও পূরণ হয়নি ইউনাইটেডের। তার দুটি মৌসুমই কেটেছে ভুলে ভরা।

এর আগে এমি মার্টিনেজ সৌদি আরবের প্রো লিগ থেকে আসা লোভনীয় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আর ভিলার সঙ্গে আরও চার বছরের চুক্তি থাকায় তার পারিশ্রমিক বা দলবদলের অঙ্কটাও যে ছোট হবে না তাও বিবেচ্য বিষয়। সবমিলিয়ে কয়েক মাস ধরে চলা মার্টিনেজের দলবদলের দড়ি এখনও দোদুল্যমান। দলবদলের গুঞ্জন ও নানামুখী আলোচনার মাঝেও তিনি অ্যাস্টন ভিলার প্রাক-মৌসুম প্রস্তুতির অনুশীলনে যোগ দিয়েছেন। প্রীতি ম্যাচ খেলতে ক্লাবটি জার্মানি ও যুক্তরাষ্ট্রে সফরের কথা রয়েছে, যার জন্য প্রাথমিক দলে তাকে রেখেছেন ভিলা কোচ উনাই এমেরি।

 

সর্বশেষ

জনপ্রিয়