মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২৩:২৬, ২২ জুলাই ২০২৫

পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

এক ওভারে পাকিস্তানের দরকার ছিল মাত্র ১৩ রান, হাতে ছিল শেষ উইকেট। উত্তেজনার সেই মুহূর্তে বল হাতে মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার হাঁকালেন আহমেদ দানিয়েল, গ্যালারিতে উত্তেজনার ঢেউ। তবে দ্বিতীয় বলেই বাজিমাত! উড়তে যাওয়া বল গিয়ে জমা পড়ল মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শামীম হোসেনের হাতে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়!

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ১২৫ রানে থামে পাকিস্তান।

দলের দুর্দশার শুরু ইনিংসের প্রথম বল থেকেই। শেখ মেহেদির ঘূর্ণিতে রান আউট হয়ে ফিরেন সায়েম আইয়ুব। পরের ওভারেই বাজিমাত শরিফুল ইসলামের-গোল্ডেন ডাক হারিস, ফখর জামানও বেশিক্ষণ টিকতে পারেননি। তারপর তানজিম সাকিব এলেন আর নিয়ে গেলেন দুই উইকেট-হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ। মুহূর্তেই পাকিস্তান ১৫ রানে ৫ উইকেট হারিয়ে পড়ে চরম বিপদে।

সেখান থেকে কোনোভাবে মাথা তুলতে পারেনি সফরকারীরা। অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৯ রান করে ফেরেন মেহেদির ঘূর্ণিতে। খুশদিল শাহকেও ফিরিয়ে দেন একই বোলার।

যদিও ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদির ৪১ রানের জুটিতে একটুখানি স্বস্তি আসে। ১৩ বলে ১৯ করে ফিরেন আব্বাস, ফাহিম খেলেন ৩২ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। শেষ চেষ্টা চালিয়েছিলেন আহমেদ দানিয়েল, তবে মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে হার মানতেই হলো।

এর আগে ব্যাট হাতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। বিশ্রামে থাকা তানজিদ তামিমের পরিবর্তে আসা নাঈম শেখ ৭ বলে ৩ রান করে ফেরেন। এরপর লিটন দাস, হৃদয়, ইমনরা একের পর এক ব্যর্থ।

একপর্যায়ে স্কোরবোর্ডে ২৮ রানে ৪ উইকেট! তখনই হাল ধরেন শেখ মেহেদি ও জাকের আলি। মেহেদি ২৫ বলে ৩৩ রান করে ফিরলেও জাকের একপ্রান্ত আগলে রেখে খেলেন ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস।

শেষদিকে শামীম, সাকিব, রিশাদ দ্রুত ফিরে গেলেও জাকেরের ইনিংসে ভর করে লড়াইয়ের মতো সংগ্রহ পায় টাইগাররা।

শেষ ওভারের থ্রিলারে জয় তুলে নেওয়ার পর এখন ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

সর্বশেষ

জনপ্রিয়