গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলা, উত্তপ্ত পরিস্থিতি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এক সমাবেশের মঞ্চে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার বেলা দেড়টার দিকে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলা ও ভাঙচুর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের প্রস্তুতি চলাকালে হঠাৎ ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ মঞ্চে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মঞ্চে থাকা এনসিপির স্থানীয় নেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর মঞ্চে পুনরায় নেতা-কর্মীরা ফিরে এলেও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি।
এর আগে সকালে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালানো হয় এবং গাড়িগুলো ভাঙচুর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা এসব হামলার পেছনে রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটকের খবর পাওয়া গেছে।