বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

প্রকাশিত: ১৬:২১, ১৬ জুলাই ২০২৫

মুজিববাদীদের হামলার জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

মুজিববাদীদের হামলার জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যুদ্ধ নয়, শান্তির আহ্বান নিয়ে গোপালগঞ্জে এসেছি। গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আপনাদের অধিকার রক্ষার জন্য এসেছি। এখানে মুজিববাদীরা বাধা দিয়েছে। আগেই বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। আজকে সমাবেশ মঞ্চে হামলা করা হয়েছে। এর জবাব দেওয়া হবে।”

 

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা।

 

অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইউএনও গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সর্বশেষ

জনপ্রিয়