বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
Thursday , 24 July 2025
২৮ মুহররম ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩২, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে সহিংসতা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে সহিংসতা, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ, হামলা ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শহরজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ।

বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভাঙচুর করে তারা। এনসিপির নেতা-কর্মীদের ওপরও চালানো হয় শারীরিক হামলা।

এরপর বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালায়। মুহূর্তেই শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, পরিণত হয় রণক্ষেত্রে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে এবং গুলি ছোঁড়ে বলে জানা গেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা চালায়।

সংঘর্ষের মুখে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে গিয়ে আশ্রয় নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। 

সর্বশেষ

জনপ্রিয়