সীমানা নির্ধারণ নিয়ে সিইসির সামনেই হাতাহাতি, লাঞ্ছিত রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির শুনানি চলাকালে নির্বাচন কমিশনে (ইসি) দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
বেলা ১২টা থেকে শুরু হওয়া চার দিনের শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি ছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন, এ সময় ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের আবেদনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন।
ঘটনার পর কমিশন শুনানি স্থগিত করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট পর আবার শুনানি শুরু হয়।
ইসি সচিব জানান, রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি রয়েছে- বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫, আড়াইটা থেকে সাড়ে তিনটায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ এবং সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি চলবে।