মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ আগস্ট ২০২৫

ভারতে প্রবেশের সময় শার্শায় ৭ বাংলাদেশি আটক

ভারতে প্রবেশের সময় শার্শায় ৭ বাংলাদেশি আটক

যশোরের শার্শার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

আটকরা হলেন- রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন (স্মার্ট ৪টি এবং বাটন ফোন ৩টি) জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে কায়বা বিওপির টহল দল সীমান্ত শার্শার কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে। আটক বাংলাদেশি নাগরিকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়