মেলোনির ঢাকা সফর স্থগিত, ইতালির ভিসা প্রত্যাশীদের আশা ভঙ্গ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ ইতালি প্রবাসী হাজার হাজার বাংলাদেশি। অবৈধরা বৈধতা লাভ, ভিসা সমস্যার সমাধান এবং বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্ক উন্নয়নের স্বপ্ন দেখছিলেন প্রবাসীরা। শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় ভেঙে পড়েছেন তারা।
চলতি আগস্টের ৩০ ও ৩১ তারিখ বাংলাদেশে সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। এতে আশায় বুক বেঁধেছিলেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও ইতালির ভিসা প্রত্যাশীরা। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সব শেষ পরিস্থিতির জন্য, মেলোনি তার সফর স্থগিত করেন বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে হতাশ দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। হতাশার অন্যতম কারণ, ইতালিতে বর্তমানে প্রায় ৪৫ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। অন্যদিকে স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার জন্য বাংলাদেশের ইতালি দূতাবাসে প্রায় ২০ হাজার ভিসার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে দীর্ঘদিন।
ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলোচনায় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছিলেন ইতালি প্রবাসীরা। মেলোনির সফর স্থগিত হওয়ায় হতাশ তারা।
ইতালি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে প্রায় আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। টানা পঞ্চমবারের মতো দেশটিতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশে ও ইতালির ব্যবসায়ীক লেনদেন বছরে প্রায় তিন হাজার পাঁচশত মিলিয়ন ডলারেরও বেশি, যা দিন দিন আরো বাড়ছে। তাই ইতালি প্রবাসীরা অবৈধদের বৈধকরণ এবং ঢাকায় আটকে থাকা ভিসা সমস্যার সমাধানে, জরুরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বাংলাদেশ সরকারকে।