মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে ভোটকেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোট গণনার সময়ও সেনাসদস্যরা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান রাখবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলো সেনারা কর্ডন করবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।

‘বাংলাদেশ জেল’ হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’‘বাংলাদেশ জেল’ হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

রিটার্নিং কর্মকর্তাদের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকে হলগুলোতে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।

এদিকে, আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়