সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে অংশ নেবে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে।
করোনাভাইরাসের কারণে ২০২৪ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২৫ সালে প্রথমবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নতুন কারিকুলাম বাতিল হওয়ায় আবারও ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রসঙ্গে এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও সংস্থার চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. রবিউল কবির চৌধুরী বলেন, “২০২৪ সালে যারা নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়েছিল তারাই ২০২৬ সালের পরীক্ষার্থী। গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হয়ে পুরোনো সৃজনশীল শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয়। ফলে শিক্ষার্থীরা মাত্র এক বছরের পড়াশোনা নিয়ে পরীক্ষায় অংশ নেবে। এজন্যই আমরা এক বছরের উপযোগী একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি।”