মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ২৬ আগস্ট ২০২৫

শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে ১৩০ কোটি টাকার কোকেন

শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে ১৩০ কোটি টাকার কোকেন
ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানা থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার গভীর রাতে আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পরে কোকেনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। সংস্থাটি জানায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসার সময় যাত্রীটি মাদক চোরাচালানে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে রাখা হয়।

উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত করেন। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করার সময় ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্যসহ ওই নাগরিককে আটকের ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ

জনপ্রিয়