ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত সাতক্ষীরার বিদ্যুৎ ব্যবস্থা

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের পর পুরো জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সদর উপজেলার বিনাপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রিড স্টেশনটির একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্রিড স্টেশনটিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরম কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে এবং বিকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।