বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আজ দিন-রাত সমান, জানুন কেন ঘটে এই বিরল ঘটনা

আজ দিন-রাত সমান, জানুন কেন ঘটে এই বিরল ঘটনা
ছবি: সংগৃহীত

আজ দিন-রাত সমান। অর্থাৎ ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা রাত, ১২ ঘণ্টা দিন। ভাবছেন হয়তো এটা নতুন কোনো খবর নাকি? প্রতিদিনই তো রাত দিন ১২ ঘণ্টা করে ২৪ ঘণ্টা। হ্যাঁ, ঠিক যে ২৪ ঘণ্টায় ১ দিন। কিন্তু সেই ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত নয়। কখনো রাত বড় হয় কখনো দিন বড়।

বছরের শুধু দুটি দিন ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটিতে রাত-দিন সমান হয়। যা সত্যিই অবাক করা এক বিষয়! এমনকি এটি পৃথিবীর সব স্থানেই দিন-রাত সমান হয়। এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে পৃথিবীর উভয় গোলার্ধেই দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে যায়।

বাস্তবে সূর্যের কৌণিক আকার ও বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে দিন ও রাত একেবারে সমান হয় না। তবে দিন-রাত ১২ ঘণ্টার খুব কাছাকাছি থাকে। এ সময়ের পর থেকে উত্তর গোলার্ধে সূর্য ক্রমে দক্ষিণ থেকে উঠে ও দক্ষিণে হেলে অস্ত যায়। এ সময় থেকে গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিবর্তন ঘটে।

২২ সেপ্টেম্বর সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর আবারো পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।

পৃথিবী একটি উল্লম্ব অক্ষ থেকে আনুমানিক ২৩.৫ ডিগ্রি হেলে আছে। সূর্যের চারপাশে একটি পূর্ণ আবর্তন করতে পৃথিবীকে ৩৬৫ দিন ও ৬ ঘণ্টা (৩৬৫.২৫ দিন) সময় লাগে। এ কারণেই প্রতি চার বছরে একটি লিপ ইয়ার হয়।

সর্বশেষ

জনপ্রিয়