বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না এনসিপি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। অনুমোদন পাওয়া ১১৫ প্রতীকের মধ্যে শাপলা নেই। তালিকা থেকে এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব করতে হবে।’

ইসির সিনিয়র সচিব জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। গণপ্রতিনিত্ব আদেশ ১৯৭২– এর সংশোধন অনুমোদন পাওয়ার পরই করা হবে গেজেট।

সংবাদ সম্মেলনে আখতার আহমেদ আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুরুতেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টা শিগগিরই জানানা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়