বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রি

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রি

গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনাও নেই। ফলে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া থাকবে শুষ্ক। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৬৪ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।

সর্বশেষ

জনপ্রিয়