বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

গাজা যুদ্ধ আমাদের এখনই শেষ করতে হবে: ট্রাম্প

গাজা যুদ্ধ আমাদের এখনই শেষ করতে হবে: ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলার জন্য ১৫ মিনিট নির্ধারিত থাকলেও তিনি প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন।

এ সময় জাতিসংঘের তীব্র সমালোচনা, বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি, ইসরায়েল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তনও।

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেছেন, এটি এ মুহূর্তে সবার থামাতে হবে। এছাড়া হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার দাবিও করেন ট্রাম্প।

তিনি বলেন, “গাজার যুদ্ধ আমার এখনই বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে। আমাদের কাজটি করতে হবে। আমাদের শান্তি নিয়ে আলোচনা করতে হবে। জিম্মিদের ফেরত আনতে হবে। আমরা (জীবিত) ২০ জিম্মির সবাইকে ফেরত চাই। তাদের এখনই চাই আমরা। এছাড়া ৩৮টি মরদেহও ফেরত চাই আমরা।

তবে অন্যবারের মতো এবারও গাজা যুদ্ধ বন্ধ না হওয়ার দায় হামাসের ওপর চাপিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করায় এখনো যুদ্ধ থামেনি।

এছাড়া পশ্চিমা দেশগুলো যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেটি নিয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া দেশগুলো হামাসকে পুরস্কার দিয়েছে।

অপরদিকে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। এজন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন, জাতিসংঘ কঠোর ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কোনো কাজ করে না।

সর্বশেষ

জনপ্রিয়