বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনে দগ্ধ ৭, অবস্থা আশঙ্কাজনক

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনে দগ্ধ ৭, অবস্থা আশঙ্কাজনক

ঢাকার মহাখালী এলাকায় ‘গুলশান সার্ভিস সেন্টার নামে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাতজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হয়। তারা সবাই মহাখালী আমতলীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন।

 

জরুরি বিভাগের একজন সিনিয়র নার্স বলেন, আহতদের অবস্থা ভালো না। তাদের সবার শরীরে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

 

গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী জানান, তেল রাখার একটি খালি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

তার ভাষ্য, তিনজন শ্রমিক ট্যাংক পরিষ্কারের জন্য এসেছিল। একটার দিকে কাজ চলার সময় ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। এতে ওই তিন শ্রমিকসহ আমাদের আরও কয়েকজন স্টাফ দগ্ধ হয়।

 

তিনি আরও বলেন, কীভাবে আগুন লাগলো সেটা আমরা নিশ্চিত না। সম্ভবত কোনো স্পার্ক বা তাপে আগুন ধরে গেছে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হলে কর্মীরা জানান, আমরাই আগুন নিয়ন্ত্রণে আনি। ফলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।

বর্তমানে পেট্রোল পাম্পের একটি অংশে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার জন্য কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানা গেছে।

 

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়