শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৫:৪৪, ৪ আগস্ট ২০২৫

খাদ্যসংকটে থাকা বিশ্বের ১০টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ

খাদ্যসংকটে থাকা বিশ্বের ১০টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়,  বাংলাদেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার। তীব্র খাদ্যসংকটে থাকা বিশ্বের ১০টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। এ ছাড়া, ৪৪ শতাংশ মানুষ প্রায়ই খাদ্যসংকটে পড়েন।

প্রতিবেদনে আরো বলেন, সামগ্রিকভাবে খাদ্য উৎপাদনে অগ্রগতি থাকলেও, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও খাদ্য নিরাপত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে।   

বিশেষজ্ঞরা বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসেবেও দেখছেন তারা।

জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে

সর্বশেষ

জনপ্রিয়