শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৯, ৪ আগস্ট ২০২৫

প্রতারণার নতুন ফাঁদ ‘টাকা পে কার্ড’ বন্ধে উদ্যোগ বাংলাদেশ ব্যাংকে

প্রতারণার নতুন ফাঁদ ‘টাকা পে কার্ড’ বন্ধে উদ্যোগ বাংলাদেশ ব্যাংকে
ছবি: সংগৃহীত

‘টাকা পে কার্ড’ নামে একটি নামসর্বস্ব ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ পেতেছে একটি চক্র। আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের রূপ ধারণ করে takapaycard.com ঠিকানার এ ওয়েবসাইটটি সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও ফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওয়েবসাইটটির কোনো বৈধতা নেই। ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত নয়। এমনকি সরকারি প্রকল্প বলেও যে পরিচয় সাইটটি দিচ্ছে, তাও পুরোপুরি মিথ্যা। এ নিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি ও বিএফআইইউ-কে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “টাকা পে কার্ড নামে একটি ভুয়া ওয়েবসাইট অনলাইনে প্রতারণা করছে—এটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। জনগণকে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য এ ধরনের ভুয়া সাইটে না দিতে অনুরোধ করছি।”

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, “মানুষ এখন অনেকটাই অনলাইননির্ভর হয়ে পড়েছে, আর এই সুযোগ নিয়েই প্রতারকরা বিভিন্ন কৌশলে ফাঁদ তৈরি করছে। সচেতনতা না থাকলে এ ধরনের প্রতারণা প্রতিহত করা কঠিন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি যারা প্রতারিত হয়েছেন, তাদের অর্থ ফেরতের ব্যবস্থাও করতে হবে।”

অনুসন্ধানে দেখা গেছে, ‘টাকা পে কার্ড’ সাইটে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ‘এজেন্ট’ হওয়ার জন্য আবেদন করেছে। ওয়েবসাইটে ভুয়া অফার, নগদ ছাড় এবং দ্রুত লেনদেনের সুবিধার কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। সাইটটির দেওয়া ঠিকানা, ইমেইল ও ফোন নম্বর যাচাই করে দেখা গেছে—সবই মিথ্যা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথম ধাপে সাইটটি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিএফআইইউ-এর মাধ্যমে প্রতারকদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়