১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায় জানালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে ছাড়ল নতুন ডিজাইনের ১০০ টাকার নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোট প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে, পরে ধাপে ধাপে অন্যান্য ব্যাংকেও সরবরাহ করা হবে।
নতুন নোটে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছাপ রয়েছে। সম্মুখভাগে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পেছনে সুন্দরবনের ছবি, আর জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ দেখা যাবে। নীল রঙের আধিক্য এবং বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য এটিকে আলাদা করে তুলেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে রয়েছে—
রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি (সোনালি থেকে সবুজ)
লাল ও রুপালি পেঁচানো নিরাপত্তা সুতা
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে উঁচু তিনটি ছোট বৃত্ত
ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত উঁচু নকশা ও লেখা
মাইক্রোপ্রিন্ট, সি থ্রু ইমেজ এবং ইউভি ডিটেক্টরে দৃশ্যমান ফাইবার
নতুন নোটের পাশাপাশি পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও প্রচলনে থাকবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০ টাকার বিনিময়যোগ্য নয় এমন নমুনা নোট মিরপুরের টাকা জাদুঘরে বিক্রি হবে।