দেশীয় অস্ত্রের মুখে শামস ফ্যাশনে ডাকাতি, থানায় অভিযোগ

গাজীপুরের মোজা উৎপাদন কারখানা শামস ফ্যাশনে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন কারখানার মালিক।
শনিবার (৯ আগস্ট) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড, কড়ই তলায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন কারখানার জেনারেল ম্যানেজার ইমদাদুল হক মিলন।
অভিযোগ পত্রে বলা হয়, গত ৯ আগস্ট দিবাগত রাত দুইটায় ১০ থেকে ১৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং ভয়-ভীতি দেখিয়ে নিরাপত্তা প্রহরীদের হাত মুখ বেঁধে ফেলে। এরপর লক কাটার মেশিন দিয়ে তালা ভেঙে তারা কারখানার ভেতর প্রবেশ করে।
এসময় নাইট শিফটের উৎপাদন পরিচালনার দায়িত্বে ছিলেন চারজন। ডাকাতের উপস্থিতি বুঝতে পেরে তারা ফোন করে জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানান। সাথে সাথে তিনি জরুরী সেবা নাম্বার ৯৯৯ -এ ফোন করেন এবং রাত ৩ টা ৪৩ মিনিটে শ্রীপুর থানার এসআই কাইয়ুমসহ টহল পুলিশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগেই কারখানা থেকে একটি সিপিইউ, কম্পিউটার মনিটর, কিবোর্ড, মাউস, আইপিএসের মেশিন, হার্ডডিস্ক ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।