বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৬, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১৭, ৪ আগস্ট ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

চার অনুষদে ২৩ বিষয়ে স্নাতক ও উচ্চ মাধ্যমিক পাঠদানের প্রস্তাবনা

চার অনুষদে ২৩ বিষয়ে স্নাতক ও উচ্চ মাধ্যমিক পাঠদানের প্রস্তাবনা
ছবি: সংগৃহীত

রাজধানীর সাত সরকারি কলেজকে ঘিরে গঠিত দেশের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)-এর শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান। শুরুতেই চারটি অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও অবস্থান
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি কলেজের ভিত্তিতে গড়ে উঠছে ডিসিইউ। মূল ক্যাম্পাস গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে মিরপুরের সরকারি বাঙলা কলেজের অব্যবহৃত ২৫ একর জমিতে।

হাইব্রিড শিক্ষাব্যবস্থা ও ভর্তি সীমা
ডিসিইউ-তে শিক্ষা কার্যক্রম হবে হাইব্রিড পদ্ধতিতে—৬০% অফলাইন, ৪০% অনলাইন। সব পরীক্ষা সশরীরে হবে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। প্রথম চার সেমিস্টারে পড়ানো হবে নন-মেজর বিষয়, পরবর্তী চার সেমিস্টারে মেজর বিষয়। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে মেজর পরিবর্তনের সুযোগ থাকলেও কলেজ পরিবর্তন সম্ভব হবে না।

চারটি অনুষদ ও বিষয়সমূহ
১. সায়েন্স অনুষদ – গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, ডাটা সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি, ফরেস্ট্রি সায়েন্স
২. আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ – আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, জার্নালিজম, ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি, অ্যাপ্লাইড সোশিওলজি, পলিটিক্যাল ইকোনমি, ইকোনমিক্স, ডিপ্লোম্যাটিক স্টাডিজ
৩. বিজনেস স্টাডিজ – অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংক ও ইন্স্যুরেন্স
৪. ল অ্যান্ড জাস্টিস অনুষদ – যৌথভাবে পাঠদান করা হবে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে

উচ্চ মাধ্যমিক পাঠদানের প্রস্তাবনা
ইতিপূর্বে পাঁচটি কলেজে একাদশ শ্রেণি থাকলেও এবার ইডেন ও তিতুমীর কলেজেও উচ্চ মাধ্যমিক শ্রেণি চালুর প্রস্তাব এসেছে। এতে স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা একই ক্যাম্পাস, সময় ও রিসোর্স ব্যবহার করবেন।

প্রশাসনিক কাঠামো ও বিশেষ চুক্তি
ডিসিইউ পরিচালনার জন্য থাকবে একজন উপাচার্য, দুইজন প্রো-ভিসি (একাডেমিক ও প্রশাসনিক), কোষাধ্যক্ষ ও ১৫ সদস্যের প্রক্টরিয়াল বডি। সাত কলেজেই থাকবেন নারী ও পুরুষ ডেপুটি প্রক্টর। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি ভিত্তিতে প্রশাসন চলবে। দেশের অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন কাঠামো আগে দেখা যায়নি।

ভর্তি নির্দেশিকা ও পরীক্ষা
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১১,১৫০টি আসনের বিপরীতে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১০ আগস্ট রাত ১১:৫৯ পর্যন্ত। আগেই যারা সাত কলেজে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট, বিকেল ৩টা–৪টা

বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট, সকাল ১১টা–১২টা

বাণিজ্য ইউনিট: ২৩ আগস্ট, বিকেল ৩টা–৪টা

পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সর্বমোট ১০০ নম্বর, পাস নম্বর ৪০। বাংলা বা ইংরেজি বিষয় নিতে হলে অন্তত ১০ নম্বর পেতে হবে।

ভর্তি ফি ও ফলাফল
ভর্তি ফি নির্ধারিত হয়েছে ৮০০ টাকা। ফলাফল তৈরি হবে মোট ১২০ নম্বরের ভিত্তিতে (এসএসসি ১০, এইচএসসি ১০, ভর্তি পরীক্ষা ১০০)। বিষয় বরাদ্দ ২০ অক্টোবর এবং ক্লাস শুরু ৩০ অক্টোবর। কোটাধারীদের জন্য প্রমাণপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে ভর্তি পরীক্ষার সাত দিনের মধ্যে।
 

সর্বশেষ

জনপ্রিয়