আজ থেকে ডাকসু নির্বাচনের প্রচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থীই লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে, সবার একই অভিযোগ প্রমাণ করছে কর্তৃপক্ষ কারও প্রতিই পক্ষপাতিত্ব করছে না।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোমবার পর্যন্ত প্রার্থীরা মতবিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বলছে, শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হলে সেগুলো সমাধানে তারা কাজ করবে। সেই সঙ্গে প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে না বলে অভিযোগ তাদের।
সংগঠনটির জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ক্লাসরুমে ঢোকা, রিডিংরুমে ঢোকা, হলের ভেতর ঢোকার বিধিনিষেধ আমরা ভাঙছি না। মঙ্গলবার থেকে আমাদের প্রচার শুরু হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থীরও। ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, অনেক ছাত্র সংগঠনের প্রার্থীরা রিডিং রুমে গিয়ে প্রচার চালাচ্ছে। মিছিল নিয়ে গিয়ে তারা মনোনয়ন তুলেছে। তাদের নিয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নাই।
এদিকে ছাত্রদলের প্রার্থীরা একই অভিযোগ তুলে বলছে, তাদের প্রার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করে টিএসসি অডিটরিয়ামে সমাবেশ করে গান বাজনার আয়োজন করা হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষকেও জানালেও তারা বন্ধ করতে সক্ষম হয়নি।
তবে কর্তৃপক্ষ বলছে, কারও প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডাকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা কিছু অভিযোগ পেয়েছি। কিছু অভিযোগ নিয়ে সরাসরি সতর্ক করা হয়েছে। কিছু অভিযোগ টেলিফোন করে সতর্ক করা হয়েছে।
ডাকসু ভোটের আগে আনুষ্ঠানিক প্রচার চলবে ৭ সেপ্টেস্বর পর্যন্ত।