বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

প্রকাশিত: ১৩:০০, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে একসঙ্গে জিতলেন স্বামী-স্ত্রী

ডাকসু নির্বাচনে একসঙ্গে জিতলেন স্বামী-স্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে দুই পদে রায়হান উদ্দিন ও উম্মে সালমা নামে স্বামী-স্ত্রী বিজয়ী হয়েছেন। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোট থেকে নির্বাচন করেছিলেন।

এদের মধ্যে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।

তারা দুজনেই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

এরআগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন মোট আটটি কেন্দ্রে। 

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী ছিলেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী ৫ জন। আর জিএস পদে প্রার্থী ছিলেন ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী ছিলেন। এ নির্বাচনে ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

সর্বশেষ

জনপ্রিয়