বিপুল ভোটে বিজয়ী জুলাই আন্দোলনের আলোচিত মুখ তন্বি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনায় এসেছেন জুলাই আন্দোলনের মুখ সানজিদা আহমেদ তন্বি। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ঘোষিত ফলাফলে দেখা যায়, তন্বি পেয়েছেন সর্বোচ্চ ১১ হাজার ৭৭৭ ভোট।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বি গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি হয়ে ওঠেন আন্দোলনের প্রতীকী মুখ। তার সম্মানে এ পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ অন্তত ছয়টি প্যানেল। বাম ও ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত অন্যান্য তিনটি প্যানেল থেকেও তন্বির বিপক্ষে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেনি।
এরআগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন মোট আটটি কেন্দ্রে।
এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী ছিলেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী ৫ জন। আর জিএস পদে প্রার্থী ছিলেন ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী ছিলেন। এ নির্বাচনে ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।