বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও ৬ দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও ৬ দেশ
ছবি: সংগৃহীত

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের সদর দপ্তেরে বৈশ্বিক সম্মেলনে দেশগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ফ্রান্স ও বেলজিয়ামের সঙ্গে ইউরোপের আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।  

বেলজিয়াম, ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ, অ্যানডোরা ও মোনাকো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ‘প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ শীর্ষক সম্মেলনে। আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে আমেরিকা ও ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্রই অংশ নিয়েছে।

স্বীকৃতির ঘোষণা দিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার বলেন, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বেলজিয়াম স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু এখনই তা কার্যকর হচ্ছে না। আপাতত ফিলিস্তিনে দূতাবাস স্থাপন করছে না বেলজিয়াম। স্বীকৃতি পুরোপুরি কার্যকর করতে হলে হামাসকে সরকার থেকে সরানো এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়াসহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।’ 

ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে কিছুই ন্যায্যতা দেয় না।’

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে আয়োজিত সম্মেলনে এ নিয়ে ৬টি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও তিনটি ইউরোপীয় দেশ জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারা ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।

৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বক্তব্য দেন। এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যৌথ বিবৃতিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়