মঙ্গলবার , ০৯ সেপ্টেম্বর ২০২৫
Tuesday , 09 September 2025
১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৫

আজ বিশ্ব চিঠি দিবস: প্রিয় মানুষকে চিঠি লেখার দিন

আজ বিশ্ব চিঠি দিবস: প্রিয় মানুষকে চিঠি লেখার দিন
ছবি: সংগৃহীত

একসময় প্রিয়জনের খোঁজখবর জানার একমাত্র মাধ্যম ছিল চিঠি। দূরে থাকা মানুষটির হাতের লেখা পড়েই বোঝা যেত তাঁর হাসি, আনন্দ কিংবা অশ্রু। আজকের ডিজিটাল যুগে আমরা হয়তো ভুলতে বসেছি সেই কাগজ-কলমের স্পর্শ, অথচ চিঠির আবেগ আজও হৃদয়ে সমানভাবে কাঁপন তোলে। আর তাই প্রতি বছরের মতোই আজ, ১ সেপ্টেম্বর, সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব চিঠি দিবস।

চিঠি দিবস শুধু একটি দিন নয়, এটি আসলে ফিরে দেখা—কীভাবে মানুষ সম্পর্কের বন্ধনকে শক্ত করেছে কাগজ আর কলমের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমের তাৎক্ষণিক বার্তা আমাদের জীবনে গতি এনেছে বটে, কিন্তু হৃদয়ের গভীর কথা, অকপট ভালোবাসা বা অন্তরের নিঃশব্দ যন্ত্রণা সঠিকভাবে বহন করতে পারে একমাত্র হাতে লেখা চিঠিই। কারণ, প্রতিটি অক্ষরের ভেতরে থাকে লেখকের আত্মার ছাপ, থাকে অনন্য আন্তরিকতা।

এই দিবসের শুরু ২০১৪ সালে অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিনের হাত ধরে। আজকের দিনে আমরা প্রিয় মানুষকে বার্তা পাঠাই হয়তো মাত্র কয়েক সেকেন্ডে, কিন্তু হাতে লেখা একটি চিঠি পৌঁছাতে সময় লাগে। আর সেই অপেক্ষা—সেটিই বাড়িয়ে তোলে অনুভূতির মূল্য। সেই কাগজের ভাঁজ, ডাকটিকিটের রঙ কিংবা ডাকপিয়নের বাঁশির শব্দ—সবই একেকটি মধুর স্মৃতি, যা আমাদের সাংস্কৃতিক ইতিহাসের অংশ।

বিশ্ব চিঠি দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে আবারো স্মরণ করিয়ে দেওয়া—সম্পর্কের গভীরতা প্রকাশের সবচেয়ে মানবিক উপায় হতে পারে একটি চিঠি। আজ তাই কেবল ডিজিটাল বার্তায় সীমাবদ্ধ না থেকে হাতে তুলে নিন কলম, আর লিখে ফেলুন কিছু সত্যি কথা। বলুন প্রিয়জনকে, কতটা দরকার তাদের উপস্থিতি, কেমন করে ভালোবাসা রঙ ছড়ায় আপনার প্রতিদিনে।

সর্বশেষ

জনপ্রিয়