আগারগাঁওয়ে কেক নিয়ে হচ্ছেটা কী?

বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একের পর এক কেকের ছবি ও ভিডিও। কেউ রঙিন ক্রিমে তৈরি ফুলের নকশা দেখাচ্ছেন আবার কেউ বা কাটছেন থ্রি-ডি ডিজাইনের ফ্যান্সি কেক। বিশেষ করে রাজধানীর আগারগাঁও এলাকা ঘিরে এই কেক-উন্মাদনা যেন একটু বেশিই! অনেকেই মজা করে তাই আগারগাঁওয়ের নতুন নাম দিয়েছেন ‘কেকপট্টি’।
সম্প্রতি ফেসবুক-টিকটকে ভাইরাল হয়েছে এআই দ্বারা নির্মিত আগারগাঁও মেট্রো স্টেশনের একটি ছবি। যেখানে দেখা যায় স্টেশনের নাম আগারগাঁও এর পরিবর্তে কাল্পনিক ‘কেকপট্টি’ নামে দেখানো হচ্ছে। ছবিটি শেয়ার হতেই অনেকেই কৌতূহলী হয়ে আগারগাঁও এলাকায় ভিড় করছেন কেকের স্বাদ নিতে কিংবা কনটেন্ট বানাতে।
এলাকার বেশ কিছু কেক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নতুন কেউ নন—আগেও কেক বিক্রি করতেন। তাঁদের নিজস্ব ফেসবুক পেজও রয়েছে। তবে এখন যে হারে আগ্রহী মানুষের ভিড় বাড়ছে, তা সম্পূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ফল বলেই মনে করেন তাঁরা।
একজন বিক্রেতা বলেন, “আগে কেক বিক্রি করতাম অর্ডার নিয়ে। এখন মানুষ সামনে এসে কিনছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমরাও সেই অনুযায়ী কেক সাজিয়ে নিয়ে আসছি।”
তবে বিক্রেতারা এটাও মনে করছেন, এই উন্মাদনা খুব স্থায়ী নয়। কেক যেহেতু প্রতিদিনের খাবার নয়, তাই সময়ের সঙ্গে সঙ্গে আগ্রহও কমে যাবে। ‘কেকপট্টি’ নামকরণটিও তাই নিছক মজার ছলে নেওয়া উচিত বলে মনে করছেন অনেকে।
সব মিলিয়ে, আগারগাঁওয়ে কেক নিয়ে এক ধরনের সামাজিক ও ডিজিটাল উৎসব শুরু হয়েছে বলাই যায়। ব্যবসায়ীদের জন্য এটি যেমন এক ধরনের সম্ভাবনা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য নতুন কনটেন্ট তৈরির সুযোগ। তবে এই জোয়ার স্থায়ী হবে কি না, তা সময়ই বলে দেবে।