রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৪ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৯ জুলাই ২০২৫

আইইএলটিএস ছাড়াই ফিনল্যান্ডে পড়ার সুযোগ: ৪টি পদ্ধতি নিন

আইইএলটিএস ছাড়াই ফিনল্যান্ডে পড়ার সুযোগ: ৪টি পদ্ধতি নিন

বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের কাছে ফিনল্যান্ড এখন এক জনপ্রিয় গন্তব্য। তবে প্রতিদিন অনেক শিক্ষার্থী জানতে চান-“IELTS ছাড়া ফিনল্যান্ডে আবেদন করা যায় কি না?”, “ভিসা হবে কি?”, “পরিবার নেওয়া যাবে কি?” এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই প্রতিবেদন।

IELTS ছাড়া ফিনল্যান্ডে আবেদন করার ৪টি উপায়:

ফিনল্যান্ডে University of Applied Sciences (UAS)-এ কিছু নির্দিষ্ট উপায়ে IELTS ছাড়া আবেদন করা সম্ভব:

১. MOI (Medium of Instruction) দিয়ে আবেদন:

যদি আপনার পূর্বের পড়াশোনার ভাষা ইংরেজি হয়ে থাকে, তাহলে আপনি Medium of Instruction Certificate (MOI) দিয়ে আবেদন করতে পারবেন।

২. Entrance Exam দিয়ে:

বেশ কিছু UAS তাদের নিজস্ব অনলাইন এন্ট্রান্স টেস্ট নেয়। এ টেস্টে উত্তীর্ণ হলে IELTS ছাড়াই অফার লেটার পাওয়া যায়।

৩. Alternative English Tests:

IELTS ছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় Duolingo, TOEFL, PTE ইত্যাদি স্কোর গ্রহণ করে।

৪. Job Experience দিয়ে (Only for Master's):

যদি আপনি ব্যাচেলর সম্পন্ন করার পর কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা দেখাতে পারেন, তাহলে কিছু Master's প্রোগ্রামে আবেদন করা সম্ভব।

HSC পাশ করা শিক্ষার্থীদের জন্য:

  • যারা HSC শেষ করে IELTS ছাড়াই ফিনল্যান্ডে পড়তে যেতে চান, তাদের জন্য কিছু Diploma Programme রয়েছে যেখানে আবেদন করা যায়।
  • ফিনল্যান্ডে Research University-গুলোতে IELTS ছাড়া আবেদন করা যায় না। কেবল University of Applied Sciences (UAS) গুলোতে সুযোগ রয়েছে।

IELTS ছাড়া আবেদনযোগ্য বিশ্ববিদ্যালয়সমূহ:

  • SEAMK UAS
  • HAGA-HELIA UAS
  • LAB UAS
  • JAMK UAS
  • SAVONIA University
  • METROPOLIA UAS

উপরের এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি MOI, Entrance Test, অথবা Alternative English Test দিয়ে আবেদন করতে পারবেন।

পরিবার নেওয়া যাবে কি?

হ্যাঁ, ফিনল্যান্ডে পড়তে এসে ফ্যামিলি স্পনসর করার সুযোগ রয়েছে। তবে খরচ তুলনামূলক বেশি। তাই একে অনেকেই বলে—“বড়লোকদের জন্য ফিনল্যান্ড”।

গুরুত্বপূর্ণ সতর্কতা:

  • আবেদন করলেই ১০০% ভিসা বা এডমিশন পাওয়া যাবে—এমনটি নয়।
  • সঠিক প্রস্তুতি, ডকুমেন্টেশন ও প্রোফাইল হলে সফলতার হার বাড়ে।
  • সৎ মাধ্যম ও নিজ উদ্যোগে আবেদন করাই সবচেয়ে নিরাপদ।

সর্বশেষ

জনপ্রিয়