বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ৫ আগস্ট ২০২৫

টানা বৃষ্টির কবলে আগস্টের শুরু, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা

টানা বৃষ্টির কবলে আগস্টের শুরু, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা

আগস্টের প্রথম সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকাই এখন মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে ভিজে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই ধারা আরও কয়েক দিন থাকতে পারে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

৬ ও ৭ আগস্ট আরও বিস্তৃত এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে প্রবাহিত হচ্ছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়কালে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মাঝে মাঝে বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, কয়েক দিনের বৃষ্টিতে দেশের কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১০২ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মাদারীপুর ও পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

পরিশেষে, দেশের মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং আবহাওয়ার আপডেট জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়