শুক্রবার , ০৫ সেপ্টেম্বর ২০২৫
Friday , 05 September 2025
১১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকে বিভিন্ন কূটনৈতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার ঘুরে এসে বুধবার রাতে পুনরায় ঢাকায় ফেরেন। উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে নানা রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন তিনি। গত বছরের আগস্টে পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে তিনি যোগ দেন মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশেও বিনিয়োগ রয়েছে।

সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে গুঞ্জন ছড়ালেও সে সময় তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছিল মার্কিন সূত্র। এদিকে, চলতি সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগে গত এপ্রিলেও ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকায় বৈঠকে অংশ নেন হাস।

নানা সময়ে রাজনৈতিক যোগাযোগ, ব্যবসায়িক আলোচনায় জড়িত থাকায় পিটার হাসের প্রতিটি সফর ঘিরেই তৈরি হয় আলাদা আগ্রহ ও আলোচনার ঝড়।

সর্বশেষ

জনপ্রিয়