শুক্রবার , ০৫ সেপ্টেম্বর ২০২৫
Friday , 05 September 2025
১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

শুল্ক ইস্যুতে ভারতকে ‘হত্যাকারী’ বললেন ট্রাম্প

শুল্ক ইস্যুতে ভারতকে ‘হত্যাকারী’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতিকে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেছেন, দিল্লির আরোপ করা শুল্ক যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প সরাসরি বলেছেন, “চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে, আর ভারত আমাদের হত্যা করছে।” চলমান মার্কিন-ভারত বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দ্য স্কট জেনিংস রেডিও শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের শুল্কনীতি সম্পর্কে তার চেয়ে ভালো আর কেউ জানে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর কর আরোপ করার পরই নয়াদিল্লি শুল্ক কমানোর পথে হাঁটতে শুরু করে। ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “ভারত এখন জানিয়েছে, আর কোনো শুল্ক থাকবে না। কিন্তু এই প্রতিশ্রুতি অনেক দেরিতে এসেছে।”

ট্রাম্প শুল্ককে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি বাড়ানোর হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। তার ভাষায়, “যদি আমরা শুল্ক আরোপ না করতাম, ভারত কখনোই এ ধরনের প্রস্তাব দিত না।”

এটাই প্রথম নয়, এর আগের দিনও ট্রাম্প দুই দেশের সম্পর্ককে একপাক্ষিক বিপর্যয় বলে মন্তব্য করেছিলেন। তার দাবি, যুক্তরাষ্ট্র এতদিন শুধু ক্ষতিই স্বীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করেছে। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আদালত ভুল সিদ্ধান্ত দিয়েছে এবং শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও রয়েছে। অন্যদিকে নয়াদিল্লি এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসছে। ফলে সামনের দিনগুলোতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও অনিশ্চয়তায় পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ

জনপ্রিয়