বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে চার দেশের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে চার দেশের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল। এই চারটি প্রভাবশালী পশ্চিমা দেশের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, এই স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল স্বীকৃতি দিতে চাইলেও, ঢাকা তা প্রত্যাখ্যান করে। সেই সময় থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সে অবস্থান বজায় রেখেছে।

তিনি বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে ছিলাম এবং সমর্থন জানিয়ে এসেছি। তাই চারটি দেশের এই স্বীকৃতি আমাদের কাছে আশাব্যঞ্জক খবর। এই স্বীকৃতির মধ্য দিয়ে স্বাধীনতার জন্য লড়াইরত ফিলিস্তিনিরা এবার দেড় শতাধিক দেশের সরাসরি সমর্থন পেয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার মতে, যদিও এটি একটি ইতিবাচক অগ্রগতি, তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য ফিলিস্তিনকে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, এই স্বীকৃতিগুলো রাজনৈতিকভাবে শক্তি জোগাবে। তবে বাস্তবায়নের পথে এখনো বহু বাধা রয়েছে।

এদিকে জানা গেছে, বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

যদি ফ্রান্স এই সিদ্ধান্ত নেয়, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

সর্বশেষ

জনপ্রিয়