বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রবাসী ভোটের নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ

প্রবাসী ভোটের নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ
ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২২ সেপ্টেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রক্রিয়ার নমুনা প্রকাশ করে ইসি।

এ বিষয়ে নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কীভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কীভাবে রেজিস্ট্রেশন করবেন-তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা এপ্রোভালের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কী রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টা ব্যাপকভাবে প্রচারের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেব আমরা।

যেভাবে করতে হবে নিবন্ধন

প্রবাসে অবস্থানরত ভোটারদের জন্য নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোট (আইডি সাপোর্টেড) নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে। ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইনের মাধ্যমে সহজ কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে।

> প্রথমে Postal Vote BD অ্যাপ চালু করতে হবে।

> নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় মোবাইলে একটি ওটিপি (OTP) যাবে, যা ইনপুট দিয়ে নম্বর যাচাই করতে হবে।

> লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

> জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে স্ক্যান করে তথ্য যাচাই করতে হবে।

> বৈধ পাসপোর্টের কপি আপলোড করতে হবে।

> নিজের নাম, জন্ম তারিখ ও ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।

> সব তথ্য যাচাই করে নিশ্চিত করার পর আবেদন জমা হবে।

> আবেদন গ্রহণ হলে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এর আগে ভোটদান বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না। শুধু থাকবে সিম্বল। সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দেবেন।

তিনি জানান, একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভেতরে ভরা থাকবে। ভোট দেওয়ার পর আরেকটি খাম ফেরত পাঠাবে। এরমধ্যে নির্দেশনাও থাকবে।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ। নিবন্ধিতদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে ফেরত আনা হবে দেশে।

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রাথমিক পদ্ধতি তুলে ধরে ইসি সচিব বলেন, নিবন্ধিতরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। কোনো প্রবাসী নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়ার সুযোগ নেই। নিবন্ধনের জন্য postal vote bd নামে অ্যাপ তৈরি হচ্ছে।

তিনি জানান, এ অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে তা জানানো হবে পরে। এছাড়া ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং প্রবাস থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসবে- তা তফসিলের ওপর নির্ভর করছে। সেজন্য পরে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচনি আইন সংস্কারে পোস্টাল ব্যালটে ভোটের প্রস্তাব সরকারে পাঠিয়েছে এবং প্রবাসে প্রচারও শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার গত বৃহস্পতিবার কানাডা থেকে ফিরে রোববার নির্বাচন ভবনে আসেন। সোমবার অনানুষ্ঠানিক বৈঠকে চার কমিশনার ও ইসি সচিবের সঙ্গে নতুন দল নিবন্ধন, অংশীজনের সংলাপ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও পোস্টাল ব্যালটের প্রক্রিয়াসহ নানা বিষয় আলোচনায় আসে।

অনানুষ্ঠানিক বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘সংলাপ এ মাসের শেষে শুরু হতে পারে। নতুন দল নিবন্ধন সেপ্টেম্বরে শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু আমরা আলোচনা করার পর সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়