সোমবার , ০৪ আগস্ট ২০২৫
Monday , 04 August 2025
০৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ৩ আগস্ট ২০২৫

কাউখালীর আবহাওয়া অফিস যেন ‘আবাসিক হোটেল’

কাউখালীর আবহাওয়া অফিস যেন ‘আবাসিক হোটেল’
ছবি: সংগৃহীত

প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পিরোজপুরের কাউখালীতে প্রথম শ্রেণির নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি বছরের পর বছর কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই অফিসটি এখন রীতিমতো একটি আবাসিক হোটেলে পরিণত হয়েছে।

২০০৮ সালে গণপূর্ত বিভাগ ৯০ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু করে, যা শেষ হয় ২০১২ সালে এবং ২০১৬ সালে হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট দপ্তরে। যদিও ২০১৮ সালে সীমিতসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়, কিন্তু তারা নিয়মিত অফিসে আসেন না। এমনকি নিয়োগ পাওয়া আনসার সদস্যরাও অনুপস্থিত থাকেন অধিকাংশ সময়।

সরেজমিনে দেখা গেছে, অফিসের মূল ফটকে তালা, ভিতরে নেই কোনো কর্মী, নেই কার্যক্রম। অফিস কক্ষগুলোতে শোয়ার বিছানা, কাপড় শুকানোর দড়ি, রান্নার উপকরণ—সব মিলিয়ে একেবারে বসবাসযোগ্য পরিবেশ। যে যন্ত্রপাতিগুলো স্থাপন করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই এখন অচল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গুরুত্বপূর্ণ নদীপথে অবস্থিত এই অফিসটি চালু হলে উপকূলীয় এলাকার মানুষজন ঝড়-জলোচ্ছ্বাসের আগে কার্যকর পূর্বাভাস পেতে পারতেন। কিন্তু বরাদ্দ থাকা সত্ত্বেও এই অফিস কার্যকর না হওয়ায় চরম হতাশ তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অফিসটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক। তিনি বলেন, “গত ৫ নভেম্বর থেকে আমি এখানে দায়িত্বে আছি এবং অফিস নিয়মিত চলছে। যন্ত্রপাতির কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” অফিসে বিছানা পাতা বিষয়ে তিনি জানান, “এটি ২৪ ঘণ্টার অফিস হওয়ায় দায়িত্ব পালনকারীর বিশ্রামের জন্য ওই ব্যবস্থা করা হয়েছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত এই নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি পুরোদমে চালু করে উপকূলের মানুষের জন্য কার্যকর সেবা নিশ্চিত করা হোক।

সর্বশেষ

জনপ্রিয়