বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৫৬, ৫ আগস্ট ২০২৫

ভারতের ‘অভিমান’ নিয়ে কূটনৈতিক বার্তা, পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ইঙ্গিত

ভারতের ‘অভিমান’ নিয়ে কূটনৈতিক বার্তা, পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ইঙ্গিত

ইসহাক দারের সফর সামনে রেখে তৌহিদ হোসেন বললেন: ‘পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই’

আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দিনের এই সফর ঘিরে ঢাকায় শুরু হয়েছে কূটনৈতিক প্রস্তুতি ও আলোচনার তোড়জোড়। এ সফরের আলোচ্য বিষয় নিয়ে আজ (সোমবার, ৪ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সেমিনার শেষে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যু আছে, স্বার্থ আছে, ব্যবসা-বাণিজ্য আছে- এই সব বিষয়ে ইসহাক দারের সঙ্গে আলোচনা হবে। আমরা চাই স্বাভাবিক ও গঠনমূলক সম্পর্ক।

তিনি আরও বলেন, অন্য যেসব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গেও সেই ধরনের সম্পর্ক গড়তে চাই। গত ৫০ বছরে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়নি, এবার সেগুলোও আলোচনায় আসতে পারে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারতের অভিমান কেন আমাদের সঙ্গে? আমাদের কাদের সঙ্গে সম্পর্ক থাকবে, তা ভারত নির্ধারণ করে দিতে পারে না।

তিন জোটভিত্তিক আলোচনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, তিন জোট নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। আমরা চাই এতে আরও দেশ যুক্ত হোক।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতকে নিয়ে আলোচনা হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো অগ্রগতি নেই। তবে প্রয়োজনে বৈদেশিক সহায়তা চাওয়া হবে।

মালয়েশিয়ায় শ্রমবাজার এবং কিছু বাংলাদেশির জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে আলোচনার প্রসঙ্গও উঠে আসে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়া তাদের ইচ্ছামতো ভিসা দেবে। যারা সেখানে ধরা পড়েছে, সবাই যে জঙ্গি, তা নয়। আমরা তাদের কাছে তথ্য চেয়েছি। তদন্তের পর কেউ জঙ্গি প্রমাণিত হলে, তাকে আইনের আওতায় আনা হবে।

এদিন আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' শীর্ষক সেমিনারে উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন এখনো আমাদের অনুপ্রেরণা হয়ে আছে। এই চেতনা রক্ষা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশকে অনুকরণযোগ্য রাষ্ট্র হিসেবে গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়