কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় আজ দুপুরে খুলে দেওয়া হবে ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেট আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জরুরি বার্তায় জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যা বিপৎসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে। উজান ও ভাটি এলাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং কাপ্তাই বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দুপুর ৩টা থেকে ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি পরিমাণ করে খুলে পানি নির্গমন শুরু করা হবে।
এতে প্রতিনিয়ত প্রায় ৯ হাজার কিউসেক (সিএফএস) পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হবে। ফলে নদীর নিচু তীরবর্তী এলাকাগুলোয় পানির স্তর দ্রুত বাড়তে পারে। এতে করে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু অংশে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
বার্তায় আরও বলা হয়, বর্তমানে কাপ্তাই লেকে পানি প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানি প্রবাহ অস্বাভাবিকভাবে বাড়ে, তবে প্রয়োজন অনুযায়ী জলকপাটগুলো আরও বেশি পরিমাণে খোলা হতে পারে।