বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
Thursday , 17 July 2025
২০ মুহররম ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহ্যবাহী রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দ্বৈরথের মধ্যে নতুন মোড় আনতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই উদ্যোক্তা ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের। তবে এই দলের নেতৃত্ব, কাঠামো বা নির্দিষ্ট নীতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। এই ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (৫ জুলাই) মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “একদলীয় শাসনের মধ্যে বাস করছি আমরা, যেখানে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করা হচ্ছে। আমেরিকা পার্টি জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে গঠিত হচ্ছে।”

এই ঘোষণার পেছনে মাস্কের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ২৮ মে ট্রাম্পের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাস্ক। ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর বিরোধিতা করে তিনি দাবি করেন, এটি দেশের ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেউলিয়া করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না—এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়